
প্রতীতি ঘোষ,উত্তর চব্বিশ পরগনা: উমা ঘরে ফিরতেই শুরু হয়ে গেছে লক্ষ্মী পূজার প্রস্তুতি।তাই লক্ষ্মী পুজোর আগে উত্তর ২৪ পরগোনার বাদপুর গ্রামের মানুষজন ব্যস্ত সোলার অলংকার তৈরি করার জন্য।তবে এবছর তাদের গলাতে হতাশার সুরে শোনা গেল। ধনদেবীর আরাধনা করতে কোমর বেঁধে নামছে শহর ও শহরতলীর মানুষজন। লক্ষ্মী পূজোর জন্য ব্যবহৃত সোলার অলংকার যেন কয়েক গুণ সৌন্দর্য্য বাড়িয়ে তোলে ধনদেবীর। তাই লক্ষ্মী পুজোর আগে উত্তর২৪পরগোনার বাদপুর গ্রামের মানুষজন ব্যস্ত সোলার অলংকার তৈরি করার জন্য। ওই এলাকার প্রত্যেকটি বাড়িতেই মহিলারা রাত দিন এক করে সোলার মালা, কদম, ফুল তৈরি করতে ব্যস্ত। তবে এই শিল্প যেন দিন কে দিন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। সোলা শিল্পীরা জানাচ্ছেন, সারা বছর তারা এই কাজ করেন কিন্তু তেমন বিক্রি বাটা হয়না । তবে পুজোর কয়েকটা দিন বিক্রি একটু বেশি হয়।তাই তেমন ভাবে অর্থ উপার্জন না হলেও কোনরকম হাত খরচ চালানোর জন্য এই কাজ করে থাকেন এলাকার মহিলারা। হতাশাগ্রস্ত শিল্পীরা জানিয়েছেন কোন সরকারী সুবিধা তারা পান না। বংশ পরম্পরা ও শখের তাগিদে এই কাজ করেন তারা।এমত অবস্থায় আগামী দিনে সোলা শিল্প আদৌ টিকে থাকবে কিনা সেই প্রশ্নই উঠতে শুরু করেছে উত্তর চব্বিশ পরগনার বাদপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে।