
প্রতীতি ঘোষ,ইছাপুর:মা এর আরাধনা চলা কালীন ছেলের হাতে খুন হলেন মা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ইছাপুর বাদামতলা এলাকায়।
শুক্রবার গভীর রাতে ঘটনা টি ঘটেছে পলতা বাদামতলায়। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ছেলে সৌরদ্বীপ শিকদারকে ।জানা গেছে ষষ্ঠীর দিন নেশা মুক্তি কেন্দ্র থেকে ফিরে আসে বছর ২৬ এর সৌরদ্বীপ শিকদার। এরপর মায়ের কাছ থেকে নেশা করার টাকা চাইলে মা টাকা দিতে অস্বীকার করে,এবং মায়ের সঙ্গে ছেলের বচসা শুরু হয়। বচসার জেরে মা কে মারধর শুরু করে সৌর দ্বীপ। অভিযোগ সেই সময় মা শ্যামলী শিকদার কে গলায় ফাঁস দিয়ে খুন করে ছেলে সৌরদ্বীপ । তবে পুলিশকে সে জানায় তার মা আত্মহত্যা করেছে। কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তার কথায় অসঙ্গতি পায় পুলিশ। পরে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে অভিযুক্ত ছেলে নিজের দোষ স্বীকার করে নেয়।