
গোপাল শীল,সোনারপুর : ফলাফল ঘোষণার পর সোনারপুরে বিজেপি নির্বাচনী এজেন্টের বাড়ি ভাঙচুর, ঘর ছাড়া বিজেপি এজেন্ট সমীর মিস্ত্রি। মঙ্গলবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে। এবার বিজেপির পোলিং এজেন্ট এর বাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তেজনা ছড়ালো দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর বিধানসভার খেয়াদহের ক্ষুদিরাবাদ এলাকায়। ওই আক্রান্ত বিজেপির এজেন্ট এর পক্ষ থেকে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের তীর তৃণমূলের দিকে। তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। এই ঘটনার পর থেকে ঘর ছাড়া এজেন্ট সমীর মিস্ত্রি। সমীরবাবু ও তার স্ত্রীর অভিযোগ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই তাদের বাড়িতে হামলা চালানো তৃনমূল আশ্রিত দুষ্কৃতিরা