
স্পোর্টস ডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরুপাদেবী হাসপাতালে। এদিন ছিল নিরুপাদেবীর জন্মদিনও। এদিন সৌরভ নিজের সোশ্যাল সাইটে মায়ের সঙ্গে তার পুরোনো ছবি পোস্ট করেন। আর তারপরেই সৌরভ গঙ্গোপাধ্যায় হাসপাতালে গিয়ে মায়ের জন্মদিন সেলিব্রেট করেন। সৌরভের সঙ্গে ছিলেন তাঁর বাল্যবন্ধু সঞ্জয় দাস, আপ্ত সহায়ক তানিয়া ভট্টাচার্য-সহ গঙ্গোপাধ্যায় পরিবারের কয়েকজন। ছিলেন চিকিৎসক, নার্স-সহ হাসপাতালের কর্মীরাও। খুশি সৌরভের মা। এদিন সুগার ফ্রি কাটেন নিরূপা গঙ্গোপাধ্যায়। এরপর মাকে জন্মদিনের কেক খাইয়ে দেন সৌরভ। নিরুপা দেবী বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন
ইসিজি রিপোর্ট দেখে তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ২ সপ্তাহর উপর তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি। জানা যায় হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছিল। বেড়ে যায় ক্রিয়েটিনিন। হার্টেও সমস্যা ।হিমোগ্লোবিন কমার কারণ জানতে এন্ডোস্কোপি করার সিদ্ধান্তও নেন চিকিৎসকরা। হিমোগ্লোবিন ও ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে আসার পর অ্যাঞ্জিওগ্রাম হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, হার্টে দুটি ব্লকেজ রয়েছে। স্টেন্ট বসবে আগামী সপ্তাহেই ।
তবে আগেরথেকে অনেকটাই ভালো আছেন সৌরভের মা।