
স্পোর্টস ডেস্ক : বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। এদিন গাড়িতে লাল গোলাপ সাজিয়ে দর্শনার সঙ্গে গাঁটছড়া বাঁধতে হাজির হন সৌরভ।লাল শাড়িতে সেজেছেন দর্শনা।
রুপোর কাজ করা লাল শাড়ি সঙ্গে গা ভর্তি সোনার গয়না পরেছেন দর্শনা।সৌরভ পরেছেন সাদা লাল শেরওয়া বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। একেবারে বাঙালি বেশে এদিন বিয়ে করতে আসেন সৌরভ। আর বাইপাসের ধারে অনুষ্ঠানে হাজির ছিলেন আর এক সৌরভ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ও। নব বধূকে আশীর্বাদ করলেন। খেলেন কব্জি ডুবিয়ে।সৌরভ ছাড়াও হাজির ছিলেন টলিউডের সেলেবরা। বিয়ের মেনুতে ছিল রকমারি সব খাবার। ছিল নানা ধরনের চাট, একাধিক স্য়ালাড। মেন কোর্সে ছিল মটন, চিংড়ি মালাইকারি, ভেটকি পাতুড়ি, চিকেন তন্দুরী। মিষ্টির মধ্যে রয়েছে ক্ষীর পাটিসাপ্টা, রাবড়ি-মালপোয়া, নলেনগুড়ের রসগোল্লা, সন্দেশ।