
স্পোর্টস ডেস্ক : ইডেনে পিচের সুবিধা না পাওয়া নিয়ে বিতর্ক হচ্ছে। আর সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবিতে কোন পদে না থাকলেও তিনিই সর্বেসর্বা এটা সকলেই জানে। এবারে ইডেনের পিচ নিয়ে সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন কেকেআর দল এটা ভালো বলতে পারবে। এদিন সৌরভ বললেন, এই বিষয়টি নিয়ে অজিঙ্ক রাহানেকে প্রশ্ন করুন। তবে ডি কক এর আগে একটি ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে দারুণ পারফরম্যান্স করেছিলেন। তবে এখনও পর্যন্ত মাত্র পাঁচটি ম্যাচ হয়েছে, নটি ম্যাচ এখনো বাকি আছে।
বৃহস্পতিবার একটি সংস্থার পক্ষ থেকে সৌরভের একটি এআই প্রকাশ হলো। এদিকে মহেন্দ্র সিং ধোনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন তার অবসর নিয়ে প্রশ্ন উঠছে। যদিও সৌরভ এখনও ধোনিতে মজে তিনি ক্যাপ্টেন্সি করুক সেটা চান মহারাজ। সৌরভ বললেন, ধোনি এখনও ছক্কা মারতে পারেন। আমি ধোনির খেলা দেখেছি। তাঁর এখন ৪৩ বছর বয়স, ২০০৫ সালের সঙ্গে তুলনা করলে হবে না। তবে তাঁর শটে এখনও পাওয়ার আছে। তিনি বড় শট খেলতে পারেন। আমি জানি না সিএসকে ধোনিতে অধিনায়ক করবে কিনা। তবে ধোনি ভালো ব্যাটিং করছেন। ২৫, ২৬ বছরের ধোনির সঙ্গে বর্তমান ধোনির তুলনা করা ঠিক হবে না। ধোনির যে কোনও দলেই অধিনায়ক হওয়ার মূল দাবিবার। কারণ অধিনায়ক হিসাবে তাঁর প্রচুর সাফল্য রয়েছে।’
এদিকে শনিবার আইএসএলের ফাইনাল। সৌরভ কাকে সমর্থন করবেন ! মহারাজ বললেন, ’দুটো সেরা দল মুখোমুখি হচ্ছে। আমার মতে সেদিন যারা ভালো খেলবে তারা জিতবে। মোহনবাগানের আইএসএলে রেকর্ড অত্যন্ত ভালো। দুই দলের কর্ণধারই খেলা ভালোবাসেন। আশা করি ভালো ম্যাচ হবে।’