
বাবলু প্রামানিক,ক্যানিংঃ সোমবার রাতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে ।ক্যানিং থানার দীঘিরপাড় গ্রামের ঘটনা। বিমল প্রামাণিক নামে এক ব্যক্তির বাড়িতে চড়াও হয় ডাকাত দলটি। এক তরুণীকে হাত পা মুখ বেঁধে রেখে লুটপাট চালায় দুষ্কৃতি দলটি।পরিবারের বাকি সবাই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশকে জানায় । পুলিশ ও স্থানীয় সূত্রের খবর,সোমবার সন্ধ্যায় রাখি প্রামাণিক বাড়িতে একা ছিলেন । সেই সময় অন্য কেউই ছিল না। আচমকা তিন যুবক তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। সকলের মাথায় হেলমেট ছিল। তরুণীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে হাত, পা, মুখ বেঁধে ফেলে তারা। এরপর বাড়ির আলমারি সহ অন্যান্য জিনিসে তল্লাশি চালিয়ে লুটপাট করে । নগদ দশ লক্ষ টাকা, সোনার গহনা ও মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি দলটি । ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। এই ঘটনায় কারা জড়িত খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আতঙ্কে এলাকাবাসী ।