
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগনাঃ এক মাসের মধ্যে পরপর তিনবার ভাঙলো গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা। সামনেই গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগরের কপিলমুনি মেলা চত্বরের ভাঙন পরিস্থিতি দেখতে শুক্রবার সকালে একটি প্রতিনিধি দল গঙ্গাসাগরে যান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা নেতৃত্বে। দিনের পর দিন কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা চলে যাচ্ছে নদী গ্রাসে। শেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং শেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দির চত্বরের ভাওন কবলিত এলাকাগুলি ঘুরে দেখে একটি ব্লু প্রিন্ট তৈরি করেন। যাতে পরবর্তী সময়ে পরিকল্পিতভাবে পরিকল্পনামাফিক কিভাবে এই ভাঙ্গন প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনায় বসবেন বলে। খুব শীঘ্র বাঁধ মেরামতির কাজ শুরু হবে বলে আশ্বাস দেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। তবে এইভাবে যদি একটু একটু করে ভাঙতে থাকে কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকা। তবে মেলার আগে কতটা ভাঙ্গন রোধ করা যায় তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে প্রশাসনিক আধিকারিকেরা।