
গোপাল শীল,বারুইপুর : হাসপাতালের গেটের পাশেই কালো প্যাকেটের আবর্জনার স্তূপ। তীব্র দুর্গন্ধে নাজেহাল রোগীর পরিবার থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। ঘটনাটি দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। অভিযোগ, স্থানীয় বারুইপুর পুরসভাকে বারবার জানানো হলেও এখনো পর্যন্ত কোন সুরাহা হয়নি। প্রতিনিয়ত আবর্জনার স্তুপ পরিষ্কার করা হচ্ছেনা বলে অভিযোগ এলাকাবাসীর।
এ প্রসঙ্গে হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, পুরসভাকে এই ব্যাপারে জানানো হয়েছে। তাঁদের গাড়ির কিছু সমস্যা রয়েছে। তবে দ্রুত পরিষ্কারের আশ্বাস মিলেছে।
যদিও বারুইপুর পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, এই আবর্জনা সরানোর দায় সম্পূর্ণ হাসপাতালেরই।
আবর্জনা পরিষ্কারের দায়িত্ব কার? পুরসভা নাকি হাসপাতালের? প্রশ্নের উত্তর পাচ্ছেন না এলাকাবাসী।