
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : রাজ্যের দক্ষিণ প্রান্তে হাওয়া বদলের পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস. ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে বুধবার থেকে. আর প্রবল বর্ষণে ধরা পড়লো সেই চেনা ছবি. একাধিক জায়াগা জলমগ্ন, ভেঙে পড়েছে গাছ, নালা নিকাশির হাল বেহাল.
দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর মজলপুর এলাকায় প্রবল বৃষ্টিতে স্কুলে ঢুকলো জল, ভেঙে পড়ল দেবদারু গাছ, স্কুলেই আটকে ছেলেমেয়েরা। গাছ ভেঙে পড়ার জেরে প্রভাব পড়েছে যান চলাচলেও. রাস্তাঘাটে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ.
টুসি দাস জানাচ্ছেন, আগে এই রাস্তার এমন বেহাল দশা ছিল না. জল পেরিয়েই কাজে যেতে হচ্ছে.
স্থানীয় বাসিন্দা সাথী ঘোষ বলেন, যে রাস্তা দিয়েই যাচ্ছি, সেখানেই এক অবস্থা.
উল্লেখ্য, জয়নগর মজিলপুর পুরসভার তৎপরতায় দ্রুততার সাথে কেটে সরানো হয় ওই গাছ। এরপরযান চলাচল স্বাভাবিক হলেও যে প্রশ্ন থেকে যাচ্ছে তা হল, নেতা-মন্ত্রীদের এত প্রতিশ্রুতির পরেও নিকাশি ব্যবস্থার এই করুণ অবস্থা কেন ? সাধারণ মানুষ কি শুধুই ভোট বৈতরণী পার করার একটি মাধ্যম মাত্র?