
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল সুন্দরবনের বিস্তৃর্ণ এলাকা. অনেকেই তাঁদের মাথার ছাদ হারিয়েছেন. কারও কারও জীবনের শেষ সম্বলটুকুও ভেসে গেছিল বৃষ্টির জলে. সব থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলবর্তী এলাকার মানুষজন.
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথরপ্রতিমা, রায়দিঘি কাকদ্বীপ, নামখানা, সাগর ক্যানিং, বাসন্তী, গোসাবার অসংখ্য মানুষের জীবন ওলট পালট হয়ে গেছে এই একটা ঝড়ে. এবার এই দুর্গতদের পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংস্থা। তাদের কথা চিন্তা করি পাথরপ্রতিমা, রায়দীঘিতে লালপুর মাদ্রাসার উদ্যোগে, মিসবাউল উলম এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কেরাভেন অফ মারসি নামক স্বেচ্ছাসেবী সংস্থার আর্থিক সহায়তায়, প্রায় দুই হাজার পরিবারকে চাল ডাল এবং রান্নার বিভিন্ন সামগ্রী দেওয়া দয়. বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ত্রিপল তুলে দেন লালপুর মাদ্রাসার সম্পাদক হাফিজুল পিয়াদা। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কালিপদ দাস, সেখ মইনুদ্দিন প্রমুখ।