
বাবলু প্রামানিক , দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসত থেকে ময়দা যাওয়ার রাস্তার একটা বড় অংশ বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয় সূত্রের খবর, প্রায় ২ কিলোমিটার অংশে রাস্তার পিচ উঠে খোয়া বেরিয়ে পড়েছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। বর্ষায় সেই গর্তে বৃষ্টির জল জমে কার্যত ডোবার চেহারা নিয়েছে।
এই রাস্তাটি দিয়ে প্রত্যেকদিন প্রচুরসংখ্যক মানুষ যাতায়াত করেন। রাস্তাটি দক্ষিণ বারাসত স্টেশন সংলগ্ন হওয়ায় ট্রেন থেকে নেমে নিত্য যাত্রীরা এই পথেই যে যার গন্তব্যে পৌঁছন। এছাড়া কাছেই রয়েছে ধ্রুবচাঁদ হালদার কলেজ। কলেজে যাওয়ার অন্যতম প্রধান রাস্তা এটি। দীর্ঘদিন ধরে বেহাল থাকায় কলেজে যাওয়ার পথে সমস্যায় পড়ছেন ছাত্র ছাত্রীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বছর খানেক আগে রাস্তার সংস্কার হয়েছিল। কিন্তু একবছরের মধ্যে রাস্তা আবার বেহাল হয়ে পড়েছে। খারাপ রাস্তার জন্য প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
যদিও রাস্তাটি সংস্কারের ব্যাপারে স্থানীয় বিধায়ককে জানানো হয়েছে। স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাস রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ব্যাপারে দ্রুত প্রশাসনের পদক্ষেপের দাবি জানান তিনি।
দক্ষিণ বারাসত থেকে ময়দা যাওয়ার এই রাস্তা কবে ঠিক হবে, তা নিয়ে চিন্তায় আছেন স্থানীয় বাসিন্দারা।