
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর:বিভিন্ন মামলার দ্রুত নিষ্পত্তি ঘটিয়ে নজির গড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। রাজ্যে বা দেশে কমবেশি বিভিন্ন প্রান্তের আদালত গুলিতে যখন মামলার পাহাড় জমে রয়েছে ,ঠিক তখনই ভারত বাংলাদেশ সীমান্তের প্রত্যন্ত এলাকায় অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার জেলা আদালতের এই উদ্যোগকে নজিরই বলা চলে। অসংখ্য মামলার নিষ্পত্তি ঘটিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে দক্ষিণ দিনাজপুর জেলা আদালত।যেখানে বিশেষভাবে উল্লেখযোগ্য হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকে ,গত বছর বিডিওকে তার অফিসে ঢুকে মারার চেষ্টা করে এক বিজেপি নেতা। এবং পরে বিজেপি নেতা ঘটনাস্থলে থেকে পালিয়ে যান। কিন্তু ঘটনার কয়েকদিনের মধ্যেই বালুরঘাট থানার পুলিশ ওই অভিযুক্ত কে গ্রেফতার করে। এই ঘটনার এক বছর কাটতে না কাটতেই মামলা নিষ্পত্তির পর্যায়ে পৌঁছে গেছে।তবে এই বিষয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ যে শুধু বিরোধীদের বিরুদ্ধে মামলা থাকলেই সেগুলি দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। শাসক দলের বিরুদ্ধে মামলা থাকলে ,সেগুলি নিয়ে গড়িমসি করা হচ্ছে।
তবে বিরোধীদের অভিযোগ থাকলেও , অতি দ্রুত মামলার নিষ্পত্তি ঘটিয়ে নজির গড়ছে দক্ষিণ দিনাজপুর জেলা আদালত বলে মনে করছেন জেলার বাসিন্দারা।