
শঙ্কু কর্মকার,বালুরঘাট : বৃষ্টির অভাবে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ, সমস্যায় কৃষকরা। কৃষি নির্ভর জেলা দক্ষিণ দিনাজপুরের অবস্থা এমনই যে একদিকে যেমন চাষিরা জলের অভাবে ধান লাগাতে পারছেন না, তেমনি অপরদিকে জল না থাকায় পাট পচাতেও পারছেন না।বালুঘাট ব্লকের কৃষক গুপিন মূর্মু বলেন জলের অভাবে এবং পর্যাপ্ত বৃষ্টির অভাবে ধান এবং পাট চাষ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।যদি বৃষ্টি না হয় তাহলে আমরা ক্ষতির সম্মুখীন হব।
উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতির্ময় কারফরমা বলেন, জুলাই মাসে দক্ষিণ দিনাজপুরে সাধারণত ৩৩০মিলিলিটারের মত বৃষ্টি হয়। কিন্তু এবছর বৃষ্টির ঘাটতি প্রায় ৪০ শতাংশের মত। তিনি আরও বলেন, যেহেতু জেলায় বৃষ্টির ঘাটতি রয়েছে সেজন্য জলসেচ ছাড়া কোন উপায় নেই।
এমনকি দেখা যাচ্ছে পুকুরে মাছ চাষের ক্ষেত্রেও জলের অভাবে পাম্পের সাহায্যে জল মজুত করে সেখানে মাছ চাষ হচ্ছে। সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টির অভাবে সমস্যায় কৃষকরা। বৃষ্টি না হলে কৃষি ক্ষেত্রে তার প্রভাব নেতিবাচক হবে বলেই মত বিশেষজ্ঞ মহলের।