
শেখ এরশাদ, কলকাতা : ফের অ্যাকশনে ইডি. এবার বেসরকারি স্কুলে দুর্নীতি মামলার তদন্তে শহরে হানা কেন্দ্রীয় এজেন্সির। মঙ্গলবার সকালে ইডি আধিকারিকরা পৌঁছে যান কলকাতার প্রখ্যাত সাউথ পয়েন্ট স্কুলে। দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সকাল থেকে একাধিক জায়গায় চলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান।
স্কুলের ট্রাস্টি বোর্ডের প্রাক্তন সদস্য কৃষ্ণ দামানির বিরুদ্ধে দুর্নীতির লম্বা অভিযোগ ছিলই, তার তদন্ত একটা সময় ছিল কলকাতা পুলিশের হাতে। কোটি কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন কৃষ্ণ দামানি। স্কুলের দায়িত্বে থাকাকালীনই দামানি নাকি কোটি কোটি টাকার দুর্নীতি করে, এই অভিযোগ ওঠে। সেই টাকা কোথায় পাচার হয়েছে, কার অ্যাকাউন্টে গিয়েছে, তাই খতিয়ে দেখছে ইডি।
সকাল সাড়ে ৬টা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে নিউ আলিপুরে হানা দেয় ED-র একটি টিম। প্রায় একই সময়ে ED-র আরেকটি টিম পৌঁছে যায় কসবার কায়স্থ পাড়ায়। নিউ আলিপুরে বি ব্লকের নলিনী রঞ্জন অ্যাভিনিউতে ৮৮/১ বাড়িটি হল সাউথ পয়েন্টের পরিচালন সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুশীল কুমার দাগার। সকাল সকাল সেখানে পৌঁছে যায় ED-র টিম। কেন্দ্রীয় এজেন্সির আরেকটি টিম হানা দেয় কসবার কায়স্থ পাড়ায় কে কে মালব্যর বাড়িতে।