
গোপাল শীল, দক্ষিণ ২৪পরগনাঃ বর্তমানে বন্যার ফলে রাজ্যে ভয়ংকর অবস্থা। ফলত পাথরপ্রতিমা অচিন্ত নগরের নদী বাঁধে বিধ্বংসী ধ্বস দেখা দিয়েছে। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীদের। সেচ দফতর থেকে বাঁধ সারানোর কাজ শুরু করলেও সেই কাজ খুবই নিম্নমানের হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। রাজ্যের একাধিক জেলা বন্যা প্লাবিত। আতঙ্কে দিন কাটাছে বন্যা কবলিত এলাকার মানুষজন।
দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের অচিন্ত্য নগর গ্রাম পঞ্চায়েতের লাহাঘেরি এলাকায় বন্যার ফলে প্রায় ৮০ মিটার নদী বাঁধে বিশাল ধ্বস দেখা যায়, আতঙ্কে প্রায় কয়েক শতাধি পরিবার। সেচ দপ্তর খবর পেয়ে কাজ শুরু করলেও যে প্রস্তুতকারী সংস্থা করছে তা খুবই নিম্নমানের বলে দাবি এলাকাবাসীর। এলাকাবাসীর অভিযোগ আনা হয়েছে খুবই সরু এবং বেশ কিছু পুরনো বাঁশ, পাইলনের বাঁশ কাটা হচ্ছে খুবই ছোট করে, নদীর নরম মাটির মধ্যে কোনরকমে পাইলেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বস্তার মধ্যে যে মাটি ঢোকানো হচ্ছে খুবই স্বল্প পরিমাণ, সেগুলো দিয়ে নদীবাঁধএ কাজ করা হচ্ছে, যা কোনদিন ঐ নদীবাঁধকে রক্ষা করতে পারবেনা। কোনরকমে কাজ করে টাকা আত্মসাৎ করছে প্রস্তুতকারী সংস্থা। প্রশাসন নির্বিকার। বিষয়টি নিয়ে সেচ দফতরের কর্মীদের কাছে জানতে চাওয়া হলে তারা বলেন “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখে গেছে, সঠিক নিয়মে কাজ হচ্ছে। গ্রামের লোক আমাকে কিছু বলেনি। অফিসের যেরকম নিয়ম সেভাবেই কাজ হয়েছে”।