
গোপাল শীল, বাসন্তী: স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীর এমন অবস্থা করল স্বামী। জানা গেছে,দিনের পর দিন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লেগেই থাকত। তবে সাময়িক গন্ডগোল হলেও আবার দুজনের মিল হয়ে যেত। কিন্তু এবার আর সেটি হল না,দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে পাঠাতে হলো হাসপাতালে। শুধু তাই নয়,স্ত্রীর ঠোঁট কামড়ানোর ঘটনার প্রতিবাদ করলে শাশুড়িকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ।মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার বাসন্তী থানার অন্তর্গত ৭ নম্বর ঢুঁড়ি তিতকুমার গ্রামে। এই ঘটনায় গুরুতর জখম প্রিয়া মোল্লাকে উদ্ধার করে রাতেই ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।