
নিজস্ব প্রতিনিধিঃ খবরের শিরোনামে আবারও দক্ষিণ ২৪ পরগনা জয়নগর দলুয়াখাকি গ্রাম। না নির্বাচনকেন্দ্রিক কোনোও দুষ্কৃতী তাণ্ডব নয় তাণ্ডব প্রকৃতির। কিছুদিন আগে অগ্নি সংযোগে একাধিক বাড়ি ভস্মীভূত হয়েছিল। এবার প্রাকৃতিক দুর্ঘটনায় আবারও সর্বস্বান্ত করল দুই পরিবারকে। হালিম লস্কর ও মজিদা লস্কর এর বাড়ি সোমবার সন্ধ্যায় ঝড়ের তান্ডপে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নি সংযোগের পর যেটুকু সাহায্য পেয়েছিল সেটুকু নিয়ে আবার বেঁচে থাকার সাহস জুগিয়েছিল। আবারো প্রাকৃতিক রোষে সর্বশ্রান্ত হয়ে নিরুপায় অবস্থা পরিবার দুটির।
সোমবার সন্ধ্যা থেকে তাদের আর কপালে কোন খাওয়া জোটেনি। যদিও জীবন থেমে থাকে না তাই ভেঙে পড়া ছাউনিগুলো আবার জোড়া লাগানোর কাজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। তবে সর্বস্বান্ত পরিবার দুটি বর্তমানে একটু সাহায্যের আশায় তাকিয়ে আছে প্রশাসনের মুখের দিকে।