
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের পূর্বপাড়ায় একটি মাটির রাস্তায় কংক্রিটের ঢালাই-এর জন্য বরাদ্দ হয়েছিল সাড়ে তিন লক্ষ টাকা। ফলক লাগানো হয়েছিল গ্রামের রাস্তার মাঝে, এখন সেই ফলক উপড়ে ফেলা হলো। গ্রামবাসীদের অভিযোগ, ২০২১-২২ বর্ষের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্ম নিশ্চয়তা প্রকল্পের সাড়ে তিন লক্ষ টাকার কাজটি অর্ধেকের কম রাস্তা হয়ে বন্ধ হয়ে আছে। এই কাজটির টেন্ডার পেয়েছিলেন বর্তমান তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী। বর্তমান তৃণমূল পঞ্চায়েতের প্রধান আগে ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য। ঠিকাদার হিসাবে তার স্বামী এই কাজটির বরাত পেয়েছিলেন। গ্রামবাসীদের ধারণা, তাঁর পকেটেই যাচ্ছে এই টাকা। ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তাঁদের দাবি অবিলম্বে রাস্তা তৈরি করুক প্রশাসন।