
গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা : বেআইনিভাবে পুকুর ভরাট করে নির্মাণের অভিযোগ প্রায়ই শোনা যায়। নাগারে জলাভূমি ভরাটের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট হচ্ছে। এ নিয়ে বরাবরই সরব হয়েছেন পরিবেশবিদরা। একটি মামলায় বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে নির্দেশিকা দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার চলছে পুকুর ভরা। এবার দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ২২ নম্বর ওয়ার্ডে উঠল অভিযোগ। মন্ডলপাড়ায় কেরেটিভ টেকনিটেক্স পিভিট নামক বন্ধ কারখানার ভিতরে রাতের অন্ধকারে বেআইনিভাবে লরি করে মাটি এনে চলছে জলাশয় ও পুকুর খাল ভরাট।
জানা যায়, এক সপ্তাহ আগে স্থানীয়রা ঘটনাটি কাউন্সিলরকে জানালে ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে এসে কাজটি বন্ধ করার কথা বলে। তবে তাঁর কথা অগ্রাহ্য করেই চলছে পুকুর ভরাট। বুধবার কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায় মহেশতলা থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদেরকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বেআইনি জলাশয় ভরাটের কাজ বন্ধ করেন।
কাউন্সিলর বিকাশ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কিছু অসাধু ব্যক্তি এই কাজের সঙ্গে যুক্ত। তিনি আরও জানান, জেসিবি গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়ে।