
গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা : রাস্তা নয়, যেন মরণফাঁদ। দীর্ঘ ৩ বছর ধরে রাস্তার বেহাল দশা। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করেন স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে বারংবার জানিয়েও সুরাহা মেলেনি। দক্ষিণ ২৪ পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টাগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রামেশ্বরপুর খাল পাড়ে রাস্তার একাংশ ভেঙে পড়ে রয়েছে। রাস্তায় নেই কোনো আলো, এমনই অভিযোগ স্থানীয়দের। আর সেই কারণে নিত্যদিনই লেগে থাকে দুর্ঘটনা। এবার রাতের অন্ধকারে গর্তে পড়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার রাতে ওই রাস্তা দিয়েই পিকনিক করে বাড়ি ফিরছিল বজবজের বুইতার বাসিন্দা রাহুল সর্দার নামে এক যুবক। বাড়ি ফেরার পথে রাস্তার গর্তে বাইক নিয়ে পড়ে যায়। এরপরই যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় এসএসকেএম হাসপাতালে। শনিবার সকালে তার মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদে আজ রামেশ্বরপুরের স্থানীয়রা রাস্তায় বাঁশ বেঁধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পঞ্চায়েত সদস্য। রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে দাবি বিক্ষোভকারীদের।