
দক্ষিণ ২৪ পরগনা, গোপাল শীল : গত দুবছর ধরে তপশিলি বার্ধক্য ভাতা পাস হয়ে যাচ্ছে একজনের নামে, তুলে নিচ্ছেন অন্যজন! যার নামে টাকা বরাদ্দ হচ্ছে, তাঁর অপরাধ হলো তিনি বিজেপি সমর্থক। দক্ষিণ 24 পরগনার বাবুরমহল গ্রাম পঞ্চায়েতের তারা চাঁদপুর গ্রামের বাসিন্দা ৬৫ বছরের বসুদেব মাইতি। তার অভিযোগ, টাকা চলে যাচ্ছে তারই ভাই তৃণমূল নেতার একাউন্টে। কিভাবে সম্ভব? বসুদেব মাইতির দাবি, এগুলো সম্ভব হয়েছে গতবারের তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের নেতা ও সরকারি কর্মীদের সৌজন্যে। বিজেপি সমর্থক বৃদ্ধ বসুদেব মাইতির নামের পাশে তৃণমূল নেতার অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে বাবার নাম একই রেখে টাইটেলটা চেঞ্জ করে দেওয়া হয়। যার ফলে দু’বছর ধরে টাকা চলে যাচ্ছে ছোট ভাই তৃণমূল নেতার একাউন্ট। এর ফলে তৃণমূল নেতা নিজের বার্ধক্য ভাতা তো পাচ্ছেনই, বিজেপি সমর্থক দাদার টাকাটাও তার একাউন্টে চলে আসছে।
বার্ধক্যভাতার পাশাপাশি বাসুদেববাবুর নামে বরাদ্দ ঘরটাও চলে গেছে ভাই তৃণমূল নেতার নামে।
যদিও এবিষয় তৃণমূল ব্লক সভাপতি তথা শিক্ষার কর্মাধ্যক্ষ সুপ্রিয় হালদারের জানিয়েছেন, এটা নেহাতই যান্ত্রিক ত্রুটি. অভিযোগ পেলে তাঁরা অবশ্যই ওই বৃদ্ধের প্রাপ্য টাকা ফিরিয়ে দেবেন। একই কথা জানিয়েছেন কুলপির বিডিও সৌরভ গুপ্তা।