
শঙ্কু কর্মকার, দক্ষিণ দিনাজপুর : বকেয়া রয়েছে শিশুদের খাবারের টাকা। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জেলা সফরের আগেই এই অভিযোগ তুলে সেন্টার বন্ধ রেখে আন্দোলনে নামেন অঙ্গনওয়াড়ির দিদিমনি ও সহায়িকাদের একাংশ। জেলা প্রশাসন সূত্রের খবর অনুযায়ী, আগামী মঙ্গল ও বুধবার দুই দিনাজপুরের বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টার পরিদর্শনে আসছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অরুময় রায়। আগাম খবর পেতেই সকাল থেকে নিজেদের দাবি-দাওয়া নিয়ে বালুরঘাট শহর ও শহর লাগোয়া একাধিক সেন্টার বন্ধ রেখে আন্দোলনে নামে অঙ্গনওয়াড়ি সহায়িকা ও দিদিমণিরা। অন্যদিকে অভিভাবকরা বলছেন, সেন্টারগুলোতে শিশুদের সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় না। শিক্ষিকা এবং কর্মীদের বিরুদ্ধে খাবার চুরির অভিযোগও তুলেছেন তারা। যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক. তিনি জানিয়েছেন, কেন্দ্র সরকার টাকা মেটানোর ব্যাপারে কিছু পরিবর্তন করেছে যার ফলে টাকা সব সেন্টারগুলিতে পৌঁছানো যাচ্ছে না বলেই এই সমস্যা হয়েছে
এদিন সকাল থেকে আচমকা এমনভাবে সেন্টার বন্ধ রাখবার কারনে দিদিমণি ও সহায়িকাদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিভাবকেরা। আর এই নিয়ে ঘিরেই তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।