
প্রদীপ মাইতি,মেদিনীপুর : মা বাবার শ্রেষ্ঠ সম্পদ সন্তান। সেই সন্তান যার ভালো থাকার কারণে হাজারো চেষ্টা করে থাকেন মা বাবা। কিন্তু সন্তান সুখ থেকে বঞ্চিত থাকেন অনেকেই। কিন্তু ইচ্ছে থাকলেই বোধ হয় উপায় হয়। আর সেই উপায় এর মাধ্যমেই সন্তান দত্তক নিলেন এক স্পেনের মহিলা। মেদিনীপুর জেলাশাসকের হাত ধরে এক পুত্র সন্তানকে দত্তক নিলেন তিনি। এ প্রসঙ্গে স্পেনের মহিলা বলেন আমি সিঙ্গেল মাদার। এই বাচ্চাটাকে আমি নিয়েছি তার সাথে আমি খেলব । তাকে অনেক কিছু শেখাবো। মেদিনীপুরের জেলাশাসক বলেন এডাপসন হচ্ছে সবথেকে বেস্ট পদ্ধতি। আমাদের এখানে এডপশন হয়েছে অনেক। প্রায় ৬২ বাচ্চা রয়েছে এরকম এডপশনের। যার মধ্যে প্রায় ছয় জন আলাদা কান্ট্রিতে। তবে আমাদের ভাবতে হয় আমাদের যারা এডপশন ছেলে মেয়ে রয়েছে তাকে একটু ভালো ভবিষ্যৎ দেওয়ার। আবারও প্রমাণ হলো মাতৃত্বের স্নেহ কোনো বাধা মানে না।