
স্পোর্টস ডেস্ক: আইএস এলে ফাইনালের টিকিট বিক্রি শুরু হলো। শনিবার যুবভারতীতে মোহনবাগান বনাম জামশেদপুর এফ সি র ফাইনালের টিকিট বুধবার, বিকেল ৪টা থেকে, শুধুমাত্র অনলাইনে BookMyShow-এর মাধ্যমে পাওয়া যাবে। ভক্তরা টিকিট বুক করতে পারবেন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করে।
শনিবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ।
স্টেডিয়ামে প্রবেশের জন্য ম্যাচের আগেই দর্শকদের ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে।
গেট নম্বর ৪, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (VYBK)
তারিখ: ১০ ও ১১ এপ্রিল
ঠিকানা: জে বি ব্লক, সেক্টর-৩, সল্ট লেক, কলকাতা – মণিপাল হাসপাতালের ঠিক বিপরীতে। View on Maps।
যারা আগে টিকিট সংগ্রহ করতে পারবেন না, তাদের জন্য ম্যাচের দিনও (১২ এপ্রিল) টিকিট রিডিম করার সুযোগ থাকবে বেলেঘাটা মহাদেব ক্লাবে।
বেলেঘাটা মহাদেব ক্লাব (শুধুমাত্র ম্যাচডে রিডেম্পশন)
তারিখ: ১২ এপ্রিল
ঠিকানা: সুভাষ সরোবর কমপ্লেক্স, বেলেঘাটা, কলকাতা। View on Maps।