
স্পোর্টস ডেস্ক :সিনিয়র দলের মত বাগানের জুনিয়র দলও অনবদ্য। এদিন পূর্ণ শক্তির কেরালা ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সুপার কাপের সেমিফাইনা লে মোহন বাগান। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে এদিন ৭ মিনিটেই কেরালার বিকাশ ইয়ুমনাম সুযোগ পেয়েও গোল করতে পারেন নি। ১২ মিনিটি ফ্রিকিক পায় মোহনবাগান। তবে গোল হয়নি। ২২ মিনিটে কেরালার গতির বিরুদ্ধে গিয়ে গোল করেন সাহাল আবদুল সামাদ। এরপর গোল হজম করা থেকে মোহনবাগানকে রক্ষা করেন ধীরজ।প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।দ্বিতীয়ার্ধে শুরু তে ফের গোল টিম বাগানের। ৫২ মিনিটে গোল করেন সুহেল ভাট। আর ৬৪ এবং ৬৬ মিনিটে ধীরজ সিংকে একা গোলে পেয়েও কেরালর জিমেনেজ গোল করতে পারেনি।ম্যাচ জয়ের পরে মোহনবাগান কোচ বাস্তব রায় বললেন, খুব ভালো লাগছে। আমাদের টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া। জুনিয়রদের কাছে একটা বড়ো সুযোগ নিজেদের প্রমাণ করার।সকলেই দেখেছেন সিনিয়র ফুটবলারদের পাশাপাশি আমরা রিজার্ভ বেঞ্চের প্রায় ছয়জন ফুটবলারদের মাঠে খেলিয়েছি। এক্ষেত্রে প্রত্যেকেই যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তাছাড়া প্রতিপক্ষ হিসেবে কেরালা ব্লাস্টার্স যথেষ্ট কঠিন দল। তাঁরা বেশকিছু সুযোগ নষ্ট করেছে। এক্ষেত্রে আমাদের দলের গোলরক্ষক নিজের সেরাটা উজাড় করে দিয়েছে। সেই সুবাদে আমরা সেমিফাইনালে পৌঁছে গিয়েছি। যারফলে আমরা হাতে আরও একটা ম্যাচ পাবো। ছেলেরা এই ম্যাচে ও নিজেদের সেরাটা উজাড় করে দিতে চাইবে।”