
স্পোর্টস ডেস্ক :জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়ান্টেসেমিফাইনাল চলাকালীন স্ট্যান্ডে এক মোহনবাগান ভক্তকে মারধরের ঘটনা সামনে এসেছে। ম্যাচে শেষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া অনেক ছবি এবং ভিডিওতে দেখা যাচ্ছে রক্তাক্ত সেই ফ্যানকে। নেটপাড়ায় এই ঘটনা ছড়িয়ে পড়তেই মোহনবাগান সুপার জায়ান্ট তার ভক্তের পাশে দাঁড়িয়েছে, তারা এই অন্যায় আচরণ এবং সুরক্ষা ও ম্যানেজমেন্ট কর্মীদের আগ্রাসনের কড়া নিন্দা করে ক্লাব স্টেটমেন্টও রিলিজ করেছে। সেখানে লেখা রয়েছে, ‘আমরা মোহনবাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের অ্যাওয়ে স্ট্যান্ডে ০৩.০৪.২০২৫ তারিখে বেশ কয়েকজন সুরক্ষা ও পরিচালন কর্মীদের অন্যায় আচরণ এবং আগ্রাসনের তীব্র নিন্দা করছি। আমাদের সবাইকে মনে রাখতে হবে। সমর্থকদের ছাড়া ফুটবল কিছুই নয়।’ম্যাচের শেষে আক্রান্ত মোহনবাগান সমর্থকদের সঙ্গে দেখা করলেন বাগান সচিব দেবাশিস দত্ত। তিনি বললেন, ভবিষ্যতে আমরা আর জামশেদপুরে খেলতে আসবো কিনা ভাবতে হবে। আর আমরা জানি পুলিশ কোনদিন লাঠি চার্জ হাঁটুর উপরে করতে পারে না। মাথাতে তো নয়ই। এদিন পুলিশ সেই কাজটাই করেছে। জামশেদপুর সমর্থকদের আচরণের কথা ছেড়ে দিলাম।। পুলিশ কীভাবে এমন আচরণ করলো! আর এদিন নিরাপত্তা কোন মাঠে ছিল না। মোহনবাগান সমর্থকদের যেখানে বসার কথা সেখানে জামশেদপুর সমর্থকরা এসে বসে। এই জিনিস কী যুবভারতীতে খেলা হলে হয়!’