
স্পোর্টস ডেস্ক : কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচারে জীবনকৃতি সম্মান পেতে চলেছেন প্যারালিম্পিয়ান পদ্মশ্রী ড. দীপা মালিক এবং বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ও জাতীয় কোচ ধ্যানচাঁদ পুরস্কার প্রাপ্ত মনোজ কোঠারি। জাতীয় স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হয়েছেন চলতি মরসুমে বিশ্ব বিলিয়ার্ডসে রানার্স সৌরভ কোঠারি এবং অলিম্পিক্সের কোটা অর্জন করা শুটার মেহুলি ঘোষ। জিমন্যাস্টিক্সে বিশেষ সম্মান জানানো হচ্ছে কোচ টুম্পা দেবনাথকে। কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টসে বিশেষ পুরস্কার দেওয়া হচ্ছে নীতা কোঠারি এবং দ্রোণাচার্য এস সত্যনারায়ণকে।
বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা পাচ্ছেন মুকেশ কুমার এবং রিচা ঘোষ। সেরা ফুটবলার বিবেচিত হয়েছেন ডেভিড লালহলাসাঙ্গা এবং সেরা অ্যাথিলট বেছে নেওয়া হয়েছে সোনিয়া বৈশ্যকে। সেরা জিমন্যাস্ট এবং সেরা ভলিবল খেলোয়াড় নির্বাচিত হয়েছেন প্রণতি দাস এবং শেখ শরিফ। এছাড়া, সেরা সাঁতারু (প্যারা) রিমো সাহা, সেরা তিরন্দাজ জুয়েল সরকার, সেরা শুটার স্বর্ণালী রায়, সেরা দাবাড়ু নীলাশ সাহা। সেরা টিটি খেলোয়াড়ের সম্মান পাচ্ছেন অঙ্কুর ভট্টাচার্য ও পয়মন্তী বৈশ্য।
২৪ জানুয়ারি, বুধবার মন্দারমনির লাগজারি ব্যানিয়ন ট্রি রিসর্টে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিএসজেসি-র পক্ষ থেকে পুরস্কার প্রাপকদের হাতে সম্মান তুলে দেওয়া হবে।