
ওঙ্কার ডেস্কঃ ১১ই আগস্ট বছরের প্রথম ডার্বি কোথায় হবে, তা নিয়ে অনিশ্চয়তার মেঘ কাটল না শুক্রবারও। এদিন বৈঠকে বসেছিল আইএসএল কমিটি, ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি এবং বিধাননগর পুলিশ কমিশনারেট । পুলিশের তরফ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না। তাই ম্যাচের ভেন্যু পরিবর্তন করাই একমাত্র উপায় এবং যদি ক্লোজ- ডোর ম্যাচ হয় তাহলে দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে তারা।
মোহনবাগান তরফ থেকে অবশ্য,অর্ধেক গ্যালারী পূর্ণ দর্শক নিয়ে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তাহলেও মাঠের বাইরে সমর্থকদের মধ্যে ঝামেলা হওয়ার আশঙ্কা রয়েছে জানিয়েছে কমিশনারেট,তাই প্রস্তাব ও সম্পূর্ণ ভাবে খারিজ করে দেওয়া হয়েছে।দুই দলের থেকে আর্জি জানানো হয় যাতে কলকাতার কাছের কোন ভেন্যুতে খেলা হয়,এক্ষেত্রে তিনটি জায়গার নাম উঠে আসে- জামশেদপুর, ভুবনেশ্বর, গুয়াহাটি।আইএসএল কমিটি জানায়, জামশেদপুর মাঠ কমিটির তরফ থেকে পরিস্কার জানিয়ে দেওয়া হয়েছে যে তারা মাঠ দেবেনা।ভুবনেশ্বরে যেতে রাজি নয় দুই দল তবে গুয়াহাটি যেতে কোন দল অসন্তোষ প্রকাশ না করলেও ১০ তারিখ ওখানে রয়েছে আইএসএল এর আরেকটি ম্যাচ, তাই ১১ তারিখ খেলার জন্য আবার মাঠ প্রস্তুত করা সম্ভব হবেনা।
এখন একমাত্র বিকল্প রয়েছে দিল্লি, কিন্তু সেখানে একটি সমস্যা হতে পারে টেলিভিশন সম্প্রসারণ।মাঠে সঠিক সরঞ্জাম না থাকায় খেলার লাইভ কভারেজ করা খুব মুশকিল হয়ে যাবে। এমন একটি হাই ভোল্টেজ ম্যাচ যদি দর্শকরা লাইভ কভারেজ ও না দেখতে পারে তাহলে দুই দলের সমর্থকদের মধ্যে প্রবল উত্তেজনা হওয়ার সম্ভাবনা আছে।তাই আজ ও অমিমাংসিত থেকে গেল বছরের প্রথম কলকাতা ডার্বির ভবিষ্যৎ।