
নিজস্ব প্রিনিধিঃ প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার। অনেকদিন ধরেই ক্যান্সার অক্রান্ত হয়ে ভুগছিলেন। খবর, এদিন দুপুর আড়াইটেয় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভিনেত্রী। তার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন স্বামী।
শ্রীলা মজুমদার যে, টলিউডের ব্যতিক্রমী অভিনেত্রী, তা বোধহয় আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। মাত্র ১৬ বছর বয়সে অভিনয় কেরিয়ার শুরু করেন শ্রীলা। মৃণাল সেন তাঁর “পরশুরাম” ছবিতে প্রথম সুযোগ দেন অভিনেত্রীকে। তারপর থেকে একের পর এক ছবিতে নিজের অভিনয়গুণে মুগ্ধ করে গিয়েছেন শ্রীলা মজুমদার। বরাবর অন্য ধারার ছবিতে কাজ করেছেন দক্ষতার সঙ্গে। পর্দাভাগ করেছেন শাবানা আজমি, স্মিতা পাতিল, নাসিরউদ্দিন শাহের মত অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। তাঁর মৃত্যুর খবরে টলি পাড়ায়।