
বাবলু প্রামাণিক, ভাঙড় : নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিরাম নেই প্রচারে. প্রতিদিনই মানুষের মাঝে গিয়ে জনসংযোগ সারছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। বুধবার ভাঙড়ের পাগলাহাট এলাকায় নির্বাচনী প্রচার করলেন সৃজন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সকাল সকাল প্রচারে নামেন তিনি। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন সৃজন। পাশাপাশি, তৃণমূল-বিজেপিকে একযোগে আক্রমণ করে বাম প্রার্থী বলেন, ‘তৃণমূল-বিজেপি একসাথেই প্রচার করতে পারে. একটাই পার্টির দুটো শাখা’. এছাড়াও যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে সৃজন বলেন, ‘যাদবপুরে বিজেপি বিরাট কিছু করতে পারবে না’