
স্পোর্টস ডেস্ক :১৯৯৬ বিশ্বকাপ জয়ী দল। এক রূপকথা সৃষ্টি করেছিল। আর সেই দলের সঙ্গে এদিন শ্রীলঙ্কা সফরে গিয়ে দেখা করলেন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডলে সেই ছবিও পোস্ট করেছেন। শ্রীলঙ্কার বিশ্বজয়ের নায়ক সনৎ জয়সূর্য,অরবিন্দ ডি’সিলভা, চামিন্ডা ভাস, রমেশ কালুবিথারানা, মারভান আতাপাত্তুদের পাশাপাশি কুমার ধর্মসেনাও রয়েছেন ছবিত। শ্রীলঙ্কার সিনিয়র পুরুষ ক্রিকেট দলের হেড কোচ সনৎ জয়সূর্য দাঁড়িয়ে ঠিক প্রধানমন্ত্রী মোদীর পাশেই। উপুল চন্দনা, রবীন্দ্র পুষ্পকুমারের মতো বিশ্বজয়ী দলের অন্যান্য সদস্যরাও ছিলেন। তাঁদের সঙ্গে দীর্ঘসময় কথাও বলেন প্রধানমন্ত্রী মোদী। একইসঙ্গে শ্রীলঙ্কার কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটাররা ভারতের প্রধানমন্ত্রী মোদীকে বিশেষ অনুরোধও করেছেন। শ্রীলঙ্কার উত্তারঞ্চল, বিশেষ করে জাফনায় উন্নত মানের ক্রিকেট মাঠ তৈরিতে মোদীর সাহায্য চেয়েছেন জয়সূর্যরা। শ্রীলঙ্কায় সাম্প্রতিক কালে তৈরি হওয়া আর্থিক সঙ্কটের সময় ভারত যে ভাবে পাশে থেকেছিল এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সে দেশের কিংবদন্তি ক্রিকেটাররা।