
বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জ : সুপ্রিম কোর্টের নির্দেশে নম্বর কারচুপির তালিকা প্রকাশ পর্ষদের। এই তালিকায় প্রকাশ করা হয়েছে ৯০৭ জনের নাম। যাদের বিরূদ্ধে নম্বর কারচুপি করে চাকরি করার অভিযোগ রয়েছে। এই তালিকায় নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মনের। যদিও তৃণমূল কংগ্রেস নেত্রী কবিতা বর্মনের দাবি, তিনি ২০১৬ সালে পরীক্ষা দিয়ে ২০১৮ সালে বালিজোল হাইস্কুলে চাকরী পান। সমস্ত নিয়ম নীতি মেনে ভাইভা পরীক্ষা দিয়ে চাকরি তিনি চাকরি পেয়েছিলেন বলেই তার দাবি। তিনি জানান,তার কাউন্সিলিংও হয়েছিল। তারপর তিনি বালিজোল হাই স্কুলে বাংলা ভাষার শিক্ষিকা হিসাবে বর্তমানে শিক্ষকতা করছেন। তিনি জানান সমস্ত নিয়ম নীতি মেনেই তিনি চাকরি পেয়েছেন।
তার স্বামী প্রফুল্ল চন্দ্র বর্মন বলেন, কি করে তার নাম আসলো জানিনা। তার দাবি,রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই তাকে এভাবে ফাঁসানো হয়েছে।
তৃণমূল কংগ্রেস নেত্রী কবিতা বর্মন ও তার স্বামীর দাবি এই ঘটনা ভিত্তিহীন। প্রয়োজন হলে তারা আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। নম্বর কারচুপির তালিকায় তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম আসায় চাঞ্চল্য রায়গঞ্জে। শাসক দলের নেত্রীর নাম এই তালিকায় আসা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা।