
নিজস্ব প্রতিনিধি: ‘যোগ্য’ চাকরিহারাদের নামের তালিকা তৈরি করল স্কুল সার্ভিস কমিশন। শুধু তাই নয় যোগ্যদের নামের তালিকা রাজ্যের শিক্ষা দফতরকে ইমেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে। সূত্রের খবর, ‘যোগ্য’ চাকরিহারাদের সংখ্যাটা প্রায় ১৯ হাজার।
জানা গিয়েছে, তালিকায় যোগ্যদের নাম, স্কুলের নাম-সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে নতুন তালিকা কেন তৈরি করতে হল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও সূত্রের দাবি, ‘অযোগ্য’দের নামের তালিকা আগে থেকেই কমিশনের কাছে ছিল। কিন্তু দেশের শীর্ষ আদালতের রায়ে যাঁরা ‘অযোগ্য’ বলে চিহ্নিত হননি, তাঁদের নামও নতুন তালিকায় রাখা হয়েছে। তবে নতুন তালিকা পাওয়ার পর গোটা বিষয়টি খতিয়ে দেখবে শিক্ষা দফতর।