
শেখ এরশাদ, কলকাতা : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার এক ঐতিহাসিক ও নজিরবিহীন রায় দিয়েছে কবকাতা হাইকোর্ট. ২০১৬ সালের পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ. এই রায়ের পরেই চাকরি হারিয়েছে ২৫ হাজার ৭৫৩ জন। সুদ সমেত বেতন ফেরাতে হবে বেআইনি চাকরি প্রাপকদের।
তবে, এই ২৫,৭৫৩ জনের মধ্যে যাঁরা যোগ্য, তাঁরাও কলকাতা হাইকোর্টের এই রায়ে চাকরি হারালেন. ২০১৯ সালে ২৬ শে ফেব্রুয়ারি তাঁরা শিক্ষকতায় যোগদান করেছিলেন. প্রথম প্যানেলে তাঁদের নাম উঠেছিল. এমনটা নয় তারা দুর্নীতির সঙ্গে যুক্ত, নিজেদের যোগ্যতাতেই চাকরি পেয়েছিলেন তাঁরা. এবং এই সংখ্যাটা প্রায় ১৯ হাজারের বেশি।
তবে, হাইকোর্টের রায়ে চাকরি হারিয়ে মাথায় হাত এই শিক্ষক-শিক্ষিকাদের. মঙ্গলবার ধর্মতলার শহীদ মিনারে একসঙ্গে বসে তাঁরা হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবার সিদ্ধান্ত নেন। তবে, সর্বোচ্চ আদালতে গেলে অনেক অর্থের প্রয়োজন. সেই কারণে তাঁরা সবাই মিলে ঠিক করবেন, কে কোন দায়িত্ব নেবেন অর্থাৎ কে মামলা করবেন এবং কে কীভাবে টাকা জোগাড় করা হবে. নিজেদের যোগ্যতায় চাকরি কোনওমতেই তাঁরা হারাতে রাজি নন. তাই ধর্মতলার শহীদ মিনারে একত্রিত হয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।