
ইন্দ্রানী চক্রবর্তী, কলকাতা: স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তার দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই তান্ডবের সকাল দেখল কলকাতার এসএসকেএম হাসপাতাল। ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা।
রবিবার, সকাল ৮টা নাগাদ ১২-১৫ জন দুষ্কৃতি হকি স্টিক, উইকেট, পাইপ নিয়ে ঢুকে এলো হাসপাতালে, চলল হামলা, মাথা ফাটল রোগীর আত্মীয়ের। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুই গোষ্ঠীর ঝামেলা চলছিলই রাস্তায়। একপক্ষ জখম হয়ে চিকিৎসা করাতে এলে আর এক পক্ষ পুনরায় হামলা চালায় হাসপাতালে ঢুকেই! ট্রমা কেয়ারের সামনে তান্ডবে মাথা ফাটলো রোগীর আত্মীয়ের।
একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, “পুলিশ আশেপাশেই ছিল, ঝামেলা দেখেও গা করেনি। যখন পুলিশ এনকোয়ারি করতে আসে ততক্ষণে দুষ্কৃতিরা বেরিয়ে গেছে।” স্থানীয় সূত্রে খবর, এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে বাঁকুড়া থেকে আসা এক রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা। তাঁর ছেলে সৌরভ মোদক ট্রমা কেয়ার সেন্টারের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁকেই বেধড়ক মারধর করা হয় যার ফলে তাঁর মাথা ফাটে। যদিও দুষ্কৃতিরা কারা? বা কোথা থেকে এসেছে? সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
গত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ অনশনকারী জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়ে বলেন হাসপাতালের সুরক্ষা জনিত কাজের ৯০শতাংশ ১০ই অক্টোবরের মধ্যে শেষ হবে। তারিখ পেরিয়েছে, তারপরেই শহরের বৃহত্তম সরকারি হাসপাতালে সকাল সকাল এমন তান্ডবের ঘটনায় কপালে ভাঁজ পড়েছে সচেতন নাগরিকদের। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী হয় রোগী পরিষেবা সুরক্ষা নিয়েও।