
ওঙ্কার ডেস্ক:সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের প্রসার ও মান উন্নয়নের জন্য রাজ্য সরকারের কাছে আরও 10 একর জমি চাইলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজ। বর্তমানে এই বিদ্যালয়ের কাছে রয়েছে 17 একর জমি । 9 বছর আগে বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য এই জমি সেন্ট জেভিয়ার্স কলেজকে দিয়েছিলো রাজ্য সরকার। নিউটাউনের সেই জায়গায় একটি ক্যাম্পাস তৈরি করা হয়েছে । কিন্তু মান উন্নয়নের জন্য ,বিশ্ববিদ্যালয়ের প্রসার ঘটানো একান্ত প্রয়োজন,তার জন্য দরকার জমির । তাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার ফেলিক্স রাজ নতুন করে আরও 10 একর জমি চাইলেন ।
এই বিষয়ে সাংবাদিক বৈঠক করে উপাচার্য ফেলিক্স রাজ বলেন, ” 2050 সালকে লক্ষ্য করে আমরা এগোতে চাই। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কাছে যে ১৭ একর সরকারের দেওয়া জমি আছে , তার মধ্যে ক্যাম্পাস তৈরি করার জন্য আমরা ৭ একর ব্যবহার করেছি । বাকি ১০ একর জমিতে বিভিন্ন কাজ চলছে । একটি নতুন ক্যাম্পাস ও তৈরি হয়েছে । তবে আমরা বেশ কয়েকটি জনপ্রিয় কোর্স আনার পরিকল্পনা করছি । সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রসার ঘটানো প্রয়োজন ,তাই আমরা রাজ্যের যে কোনও প্রান্তে 10 একর জমি চেয়েছি।”