
ওঙ্কার ডেস্ক:আর জি কর নিয়ে উত্তপ্ত আবহাওয়ার মধ্যেই রাজ্যের ৬ কেন্দ্র উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। বাংলার মোট ছয়টি আসনে উপনির্বাচন হবে ১৩ ই নভেম্বর। এই আসন গুলি হলো উত্তরবঙ্গের সিতাই,এবং মাদারিহাট,এবং দক্ষিণের নৈহাটি , হাড়োয়া মেদিনীপুর এবং তালডাংরা ।বাংলার এই ছয়টি আসনের মধ্যে ৫টি আসনে ভোটে জিতেছিল তৃণমূল। সেই জয়ী প্রার্থীরা বিধায়ক পদ ছেড়ে লড়াই করেন লোকসভা ভোটে। তাই এই কেন্দ্র গুলিতে ফের নির্বাচন হবে। এছাড়াও বিজেপির তৎকালীন বিধায়ক মনোজ টিগগাও লোকসভা ভোটে লড়েন। তাই মনোজের ছেড়ে যাওয়া ওই আসনেও ভোট হবে। ভোট গণনা ২৩ তারিখ।
।মঙ্গলাবার মহারাষ্ট্র-ঝাড়খণ্ডের ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গেই নির্বাচন কমিশন জানিয়ে দিল বাংলা-সহ একাধিক রাজ্যের মোট ৪৮ আসনে বিধানসভা-লোকসভা ভোটের উপনির্বাচনের কথা । মহারাষ্ট্রের এবং উত্তরাখণ্ডের দুটি কেন্দ্রে উপনির্বাচন হবে ২০ নভেম্বর ,এছাড়া বাকি সব কেন্দ্রে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর।সব কটি কেন্দ্রেরই গণনা ২৩ নভেম্বর