
উজ্জ্বল হোড়: জলপাইগুড়ি : পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ডি.ওয়াই.এফ. আইয়ের রাজ্যে সম্পাদক মিনাক্ষী মুখার্জি। রাজ্য সরকারের নয়া বাজেটকে কটাক্ষ করে একাধিক প্রশ্ন তোলেন সিপিএম যুব নেত্রী। এদিন কর্মী সভায় যাওয়ার আগে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠকে মিনাক্ষীর বাজেট নিয়ে কড়া মন্তব্য “ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি কোথায় গেলো ? জিনিস পত্রের দাম নিয়ন্ত্রণে রাখবে এই প্রতিশ্রুতি দিয়েই তো তৃণমুল নির্বাচনে অংশ নিয়ে ছিলো, তাহলে কি তৃণমুল নিজেদের নির্বাচনী ইশতেহারের কথা ভুলে যাচ্ছেন ”।
পাশাপাশি আর জি কর কান্ডের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে তীব্র আক্রমন করে তিনি বলেন, এই ঘটনা একটি প্রাতিষ্ঠানিক পরিকল্পিত খুন , কারণ গ্রেফতার হয়েছে একজন সরকারি কর্মচারী ,তার পরও এই রাজ্যে সরকারের আর কিছু থাকতে পারেনা”।