
স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। এশিয়ান কাপে ক্যাম্পের জন্য ফুটবলার ছাড়তে নারাজ আইএসএল ও আই লিগের একাধিক ক্লাব। ক্ষুব্ধ স্টিমাচ এক সাক্ষাৎকারে জানালেন,এখানে কারওর হাতের পুতুল হতে আসিনি। আমি এসেছি ভারতীয় ফুটবলের ভাল করার জন্য। যদি আমাকে সমস্যার কথা বলা হয় তা হলে আমি তা সমাধানের চেষ্টা করব। আর যদি আমাকে বলা হয় যে কোনও বদলের প্রয়োজন নেই। আমাকে পছন্দ না হলে আমি হাসিমুখে চলে যাব।’’ এরপরেই স্টিমাচ যোগ করেন, ভারতীয় ফুটবলে প্রতিভার কোনো অভাব নেই।কিন্তু ভাল সূচি তৈরি হয় না যেখানে ক্লাব স্তরের প্রতিযোগিতার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য সময় বার করা যাবে। আমার তো সেটাই মনে হচ্ছে। কোথায় সমস্যা হচ্ছে সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। নইলে সমাধান করা যাবে না।’’ আসন্ন কিংস কাপে ভারতীয় দল—-
প্রধান কোচ: ইগর স্টিম্যাচ।
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং
ডিফেন্ডার: আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিঙ্ঘান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশীষ বসু।
মিডফিল্ডার: জ্যাকসন সিং থাউনাওজাম, সুরেশ সিং ওয়াংজাম, ব্র্যান্ডন ফার্নান্দেস, সাহল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।
ফরোয়ার্ড: মনভীর সিং, রহিম আলি, রাহুল কেপি।