
বিক্রমাদিত্য বিশ্বাস,রায়গঞ্জ:
রায়গঞ্জের আব্দুল ঘাটার মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের কিছু ছেলেমেয়েকে রেগিং করা হয়েছে বলে অভিযোগ পত্র জমা পড়লো। অভিযোগ তৃতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীদের উপরে মানসিক শারীরিক অত্যাচার চালিয়েছে। গত পাঁচ ই নভেম্বর কলেজের ক্যাম্পাসের ভেতরে দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা একজন ছাত্রের জন্মদিনের পার্টি করছিল সেই সময় তৃতীয় বর্ষের এক ছাত্রী তাদের বাধা দেয় এবং এতেই গন্ডগোলের সৃষ্টি হয়। সাময়িকভাবে সেই গন্ডগোল মিটে গেলেও পরের দিন তাদের ডেকে মানসিক ও শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ। দ্বিতীয় বর্ষের কোমল মিনা নামে এক ছাত্রকে মারধর করা হয়েছে এবং এক ছাত্রীকে মানসিকভাবে এমনভাবে অত্যাচার করা হচ্ছে যে সে ভয়ে নিচে খাবার খেতেও আসতে পারছে না বলে সাংবাদিকদের জানায়। অপরদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ ,তারা বলেন যে সমস্ত অভিযোগ উঠেছে তা সবই ভিত্তিহীন ।যে সমস্ত ছাত্র-ছাত্রীরা তাদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা কলেজের পরিবেশ নষ্ট করে দিচ্ছে। নেশা সামগ্রী নিয়ে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের বাধা দেওয়াতেই এই ঘটনা। তারাও কলেজ কর্তৃপক্ষকে জানিয়েছে যেহেতু প্রিন্সিপাল কলেজের উপস্থিত নেই তিনি আসলেই তার কাছে ঘটনাই জানানো হবে। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে এন্টি র্যাগিং সেলের সামনে দুই পক্ষকে বসিয়ে সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেদিকে তাদের৷ নজর দিয়েছেন।