
নিজেস্ব প্রতিনিধি, কলকাতাঃ যাদবপুরে ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর ঘটনায় আরও ছ’জনকে গ্রেফতার করল পুলিশ। এ নিয়ে মোট গ্রেফতারির সংখ্যা হল নয়। সূত্রের খবর, রাতভর অভিযান চালিয়ে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকরা তাঁদের গ্রেফতার করে। ধৃতরা হলেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া মহম্মদ আরিফ। ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের পড়ুয়া আসিফ আফজল আনসারি। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া অঙ্কন সরদার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রক্তন ছাত্র অসিত সর্দার, সপ্তক কামিল্যা এবং সুমন নস্কর।
সূত্রের খবর, ঘটনার দিন রাতে ধৃত ন’জনের উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে এখনও পর্যন্ত জানতে পেরেছে পুলিশ। বুধবারই ধৃত ছ’জনকে আদালতে তুলে পুলিশ হেফাজতে পাওয়ার চেষ্টা করবে পুলিশ বলে জানা গিয়েছে।