
বাবলু প্রামানিক, সুভাষগ্রাম: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাস ধরে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলা। এই আবহে একটি ছবি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছিলো। সেই ছবিকে ঘিরে শুরু হয়েছিলো আলোড়ন।সেই ভাইরাল ছবির সত্যতা যাচাই করে দেখেনি ওঙ্কার বাংলা। ছবিতে দেখা যাচ্ছে, আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের উপস্থিতিতে একটি কেবিনে সঞ্জয় রায় কেক কেটে জন্মদিন পালন করছে। একজন বহিরাগত হয়েও কেমন করে সরকারি হাসপাতালের অধ্যক্ষের ঘরে প্রবেশ করল সঞ্জয়? হাসপাতালের দুর্নীতির সঙ্গে কি যুক্ত সঞ্জয়? এই সব প্রশ্ন গুলি উঠতে শুরু করেছিল সেই সময়। পরে জানা যায় যে কেক কাটছিলো সে অভিযুক্ত সঞ্জয় রায় নয়,তিনি হলেন সন্দীপ ঘোষের পি এ সুভাসগ্রামের প্রসূন চট্টোপাধ্যায়।সেই প্রসূনের বাড়িতে রবিবার বিকালে তদন্তে আসে বারুইপুর থানার পুলিশ।একথা জানিয়েছেন পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী।