
স্পোর্টস ডেস্ক : মুম্বইয়ে হার্দিক পান্ডিয়া চলে যাওয়ায় গুজরাট টাইটন্স অধিনায়ক করেছে শুভমন গিলকে। কতটা সঠিক সিদ্ধান্ত এই বয়সে গিলকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া এই নিয়ে প্রশ্ন উঠেছে। তবে গুজরাট কোচ আশিস নেহেরা বললেন মানছি অভিজ্ঞতা ও প্রতিভার বিচারে হার্দিকের মতো ক্রিকেটারের পরিবর্ত খুঁজে পাওয়া কঠিন। কিন্তু শেষ তিন, চার বছরে নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে গিল, তা ভুললেও চলবে না। বয়স কম হলেও, ওর মধ্যে ভরপুর প্রতিভা রয়েছে। আমরা সবদিক ভেবেই ওকে অধিনায়কের দায়িত্ব দিয়েছি। ”২০২২ সালে আইপিএলে যোগ হয় দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি দল গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টস। মুম্বই ছেড়ে টাইটান্সে যোগ দেন হার্দিক। অধিনায়ক করা হয় তাঁকে। হার্দিকের নেতৃত্বে প্রথম বার আইপিএল খেলতে নেমেই চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। গত মরসুমেও ফাইনালে উঠেছিল তারা। বৃষ্টির কারণে ফাইনাল গড়ায় রিজার্ভ ডে-তে। দু-দিনের ফাইনালের ফয়সালা শেষ বলে। রানার্স হলেও পুরো টুর্নামেন্টে অন্যতম সেরা পারফরম্যান্স ছিল টাইটান্সের। হার্দিককে ট্রেডিংয়ের সিদ্ধান্ত একেবারেই সহজ ছিল না গুজরাট টাইটান্সের জন্য। তেমনই তাঁকে পেতে মরিয়া হয়ে ঝাঁপায় মুম্বই ইন্ডিয়ান্সও