
শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর : আগামী ১৩ ই নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে. শনিবার বিজেপির তরফে প্রার্থী তালিকা ঘোষণা হতেই চর্চা শুরু হয়েছিল নিজেদের প্রার্থী কবে ঘোষণা করবে তৃণমূল. অবশেষে রবিবার সেই তালিকা প্রকাশ করেছে শাসকদল. মেদিনীপুর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার উপরে আস্থা রেখেছে ঘাসফুল শিবির।
উল্লেখ্য, মেদিনীপুর বিধানসভা থেকে ২০২১ সালে জয় পেয়েছিলেন তৃণমূলের তারকা মুখ জুন মালিয়া. ২০২৪- এর লোকসভা ভোটে জিতে সাংসদ হন জুন. ফলে, বিধায়ক পদ থেকে পদত্যাগ করেন তিনি. সেই কারণেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এই কেন্দ্রে.
লোকসভা ভোটে মেদিনীপুর কেন্দ্র হারাতে হয়েছিল বিজেপি. এবার পাখির চোখ মেদিনীপুর বিধানসভা. নাম ঘোষণা হতেই শুরু হয়ে গেছে প্রচার. মেদিনীপুরে শুভজিৎ রায়কে প্রার্থী করেছে বিজেপি. আর জি কর ইস্যুকে সামনে রেখে ভোটের ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির. ২০২১ সালে এই ছটি কেন্দ্রের মধ্যে তৃণমূল জিতেছিল ৫টি এবং বিজেপি পেয়েছিল ১টি আসন। এবার কার পক্ষে রায় দেয় মানুষ, তা জানা যাবে ২৩ নভেম্বর.