
শান্তনু পান, মেদিনীপুর : কয়েক হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মহাকুমা শাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজয় হাজরা। সকালে মেদিনীপুর দেওয়ান বাবার চক কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। বিদ্যাসাগর হল থেকে প্রায় ছয় হাজার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে মিছিল করে বটতলা কালী মন্দির, কেরানিতলা হয়ে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছান সুজয়। একেবারে রঙিন বেলুনে সুসজ্জিত হয়ে বাজনা, ঢাক ও ঢোলকের মধ্য দিয়ে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মহকুমা শাসকের দপ্তরে যাওয়ার আগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল প্রার্থী বলেন,’সারা বছর পড়াশোনা করলে পরীক্ষার আগে যেমন রাত জেগে পড়তে হয় না, ঠিক তেমনি ৩৬৫ দিন সাধারণ মানুষের পাশে থেকে সরকারের উন্নয়ন পৌঁছে দিলে ভোটের আগে নতুন করে প্রচারের দরকার হয় না তৃণমূল কংগ্রেসের’।