
নিলয় ভট্টাচার্য,নদীয়া:রাজ্যের শিক্ষা মন্ত্রীকে অপদার্থ ও চটি চাটা বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।শুক্রবার আমার মাটি আমার দেশ এই কর্মসূচি উপলক্ষ্যে সামনে রেখে নদীয়ার কৃষ্ণনগরের সমরপল্লী এলাকায় আসেন সুকান্ত। সেখানে সাংবাদিক দের মুখোমুখি হয়ে উপাচার্য প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, উপাচার্যরা যদি কেন্দ্রের ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে মিটিং করেন তাহলে সমস্যা কোথায়। এর জন্য যদি রাজ্যপাল কেন্দ্র সরকারের ক্রীতদাস হন তাহলে রাজ্যের শিক্ষা মন্ত্রী একটা অপদার্থ এবং চটি চাটা।পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে বলেন পঞ্চায়েতে ভোট গণনার দিন প্রশাসনের অত্যাচারে যেভাবে ভোট লুট ও সন্ত্রাস চলেছে তা সত্ত্বেও আমরা একাধিক পঞ্চায়েত দখল করেছি। আগামী লোকসভা ভোটে তার প্রমাণ সাধারণ মানুষ দিয়ে দেবে।
পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিদেশে গিয়ে পিয়ানো বাজানো নিয়েও কটাক্ষ করে বলেন সারা বছর বাংলা কে বাজান এখন বিদেশে গিয়ে বাজাচ্ছেন।
উল্লেখ্য আমার মাটি আমার দেশ কর্মসূচী কে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করছে বিজেপি।সেই মতোই এদিন সমরপল্লী এলাকায় বিভিন্ন বাড়ী বাড়ি ঘুরে মাটি সংগ্রহ করেন সুকান্ত মজুমদার।