
সুকান্ত চট্টোপাধ্যায়, বাগুইআটি: ২৪ এর লোকসভা নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে গৃহ সম্পর্ক অভিযান শুরু করলো বিজেপি। বৃহস্পতিবার সকালে এই কর্মসূচির সূচনা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন বাগুইআটি জ্যাংড়া এলাকায় তিনি গৃহ সম্পর্ক অভিযান শুরু করেন । দলীয় কর্মসূচী শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন সুকান্ত,এবং একাধিক ইস্যুতে আক্রমণ করেন রাজ্য সরকার ও তৃনমূল নেতা নেত্রীদের।
রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে সিবিআই এর তলব প্রসঙ্গে বলেন, আমি কলকাতায় আসার পর নিউটাউন ও বাগুইআটির বিভিন্ন অঞ্চল ঘুরে জানতে পেরেছি উনি এক সময় স্টেশনের পাশে এগ রোল বিক্রি করতেন,সেই অবস্থা থেকে বর্তমান অবস্থায় পৌঁছেছেন। ওনাকে নিয়ে ইডিরও তদন্ত করা উচিত ।মিজোরামের ব্রিজ ভাঙ্গা প্রসঙ্গে বলেন, কালকে ভারতবাসী দুটো চিত্র একসঙ্গে দেখেছে, একদিকে ভারতবর্ষের বিজ্ঞানে উন্নতির ছবি অন্যদিক বাংলার কুড়িজনেরও বেশি পরিযায়ী শ্রমিক মারা গেল, তারা কিন্তু কেউ ঘুরতে যায়নি, কেউ সেখানে ছুটি কাটাতেও যায়নি, তারা পেটের ভাত জোগাড় করতে গিয়েছিল। এর থেকেই বোঝা যাচ্ছে এখানকার মানুষের কি দুরবস্থা।
যাদবপুরের রহস্যজনক চ্যাট পাওয়া নিয়ে বলেন যাদবপুরের সব রহস্য সামনে চলে এসেছে আর লুকানোর কিছু নেই, যারা নো ভোট টু বিজেপি বলেছিল , তাদের স্বরূপ কি তা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। একুশের ভোটে এই বামপন্থীরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছে।
লিপস এন্ড বাউন্সের একাউন্টেন্ট এর ফোন বাজেয়াপ্ত প্রসঙ্গে বলেন, সমস্ত বিষয় ধীরে ধীরে সামনে চলে আসবে। রাক্ষসের প্রাণ তো ভোমরায় থাকে সেই ভোমরায় এবার হাত পড়েছে বলেই এখন চেঁচামেচি হচ্ছে।
এছাড়াও গৃহ সম্পর্ক অভিযান সম্পর্কে সুকান্ত বলেন এই কর্মসূচি গোটা ভারতবর্ষে শুরু হয়ে গিয়েছে, আমরা পঞ্চায়েত ভোটের জন্য শুরু করতে পারিনি।কিন্তু ২৪ এর জন্য আমরা প্রচার শুরু করে দিয়েছি, ২৪ এর ভোট আমরা ৩৫ টি আসন পাব।