
শঙ্কু কর্মকার,দক্ষিণ দিনাজপুর:তৃনমূল তো পুলিশকে পাশ বালিশ বানিয়ে রেখেছে ,রাজ্যের পুলিশ প্রশাসন কটাক্ষ করে মন্তব্য বিজেপি রাজ্য সভাপতির।বৃহস্পতিবার বিজেপির দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে সুকান্ত বলেন এই রাজ্যে পুলিশ শুধু বিরোধীদের আটকাতেই ব্যস্ত।শাসকদল পুলিশ কে গুরুত্ব দেয়না। তারা পুলিশকে পাশ বালিশ বানিয়ে রেখেছে।
পাশাপাশি মহম্মদ বাজারে বিজেপি কর্মীর মৃত্যু ও জলপাইগুড়ির বিজেপি নেতা বাপি গোস্বামীকে আক্রমণ প্রসঙ্গে সুকান্ত বলেন রাজ্যের পরিস্থিতি ক্রমশ ভয়ংকর হচ্ছে।এই অবস্থা চলতে থাকলে মৃত্যু মিছিল আরো বাড়বে।
এছাড়া ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনী ছাড়াও ভোট গ্রহণ কেন্দ্রে যাবেন না , ভোট কর্মীদের এই দাবিকে সমর্থন করে বিজেপি রাজ্য সভাপতি বলেন রাজ্য পুলিশের উপর ভরসা নেই বলেই তারা কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছেন।পাশাপাশি মমতা বন্দোপাধ্যায়ের সমালোচনা করে বলেন উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই।কিন্ত রাজ্যে কোন বদল হয়নি,সন্ত্রাসের পরম্পরা আজ রাজ্য জুড়ে বর্তমান।