
প্রদীপ কুমার মাইতি, পূর্ব মেদিনীপুর : বন্যা কবলিত পাঁশকুড়া এলাকায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি পাঁশকুড়ার মেচগ্রামে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সেই অনুষ্ঠান থেকে সরাসরি রাজ্য সরকারকে নিশানা করে সুকান্তর প্রশ্ন, ‘বন্যা দুর্গতদের জন্য কী করছে রাজ্য সরকার ?’
কোথাও জলের তলায় চাষের জমি, কোথাও ঘরের মধ্যে একহাঁটু জল. পুজোর আগে বানভাসি দক্ষিণবঙ্গের বহু অঞ্চল. ডিভিসির তরফ থেকে জল ছাড়া নিয়ে ফুটছে বঙ্গ রাজনীতি. কিছু কিছু জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হলেও বেশকিছু জায়গায় এখনও ছবিটা এতটুকু বদলায়নি.
এবার বন্যা কবলিত পাঁশকুড়া এলাকায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাঁশকুড়ার রাতুলিয়া এলাকায় এদিন ত্রাণ বন্টন করতে দেখা যায় কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে। তার পাশাপাশি পাঁশকুড়ার মেচগ্রামে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার। মন কি বাত অনুষ্ঠান শেষে এলাকার বন্যা বিধ্বস্ত মানুষের হাতে ত্রাণ তুলে দেন তিনি। শুকনো খাওয়ার থেকে শুরু করে পানীয় জল, ত্রিপল তুলে দেওয়া হয় বন্যা বিধ্বস্ত মানুষের হাতে।